ধর্ম প্রতিমন্ত্রীর নিজামুদ্দিন যাত্রা প্রসঙ্গ : যা বললেন আলেমরা



আবরার আবদুল্লাহ ।।

তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনের উদ্যোগ হিসেবে এবার এক পর্বে অভিন্ন ইজতেমা করার ঘোষণা দিয়েছে সরকার। আর এতে সম্মত হয়েছে তাবলিগ জামাতের উভয়পক্ষ। গত ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তাবলিগ জামাত বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বলা হয়, ফেব্রুয়ারি মাসে অভিন্ন ইজতেমা হবে (পরে ১৫-১৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারিত হয়) এবং মাওলানা সাদ এবারের ইজতেমায় অংশগ্রহণ করবেন না।

অভিন্ন ইজতেমা ও মাওলানা সাদের অংশগ্রহণ না করা -উভয় সিদ্ধান্তই ছিলো সাদপন্থীদের দাবির বিপরীত। তারা পূর্ব থেকেই মাওলানা সাদের অংশগ্রহণে পৃথক ইজতেমার দাবি করে আসছিলো।কিন্তু সিদ্ধান্ত ভিন্ন রকম হওয়ায় এর নানান ধরনের ব্যাখ্যা ও অপপ্রচার শুরু করেছে তারা। যেমন, সিদ্ধান্তের পরপর এক ঘরোয়া বৈঠকে সাদপন্থী নেতা খান শাহাবুদ্দিন নাসিমকে ‘এবারের সিদ্ধান্তকে’ হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের সঙ্গে তুলনা করতে দেখা যায়। এরপর তারা বলতে শুরু করেন, এবারের ইজতোম নিজামুদ্দিন থেকে আগত কাফেলার অধীনেই পরিচালিত হবে, ধর্ম প্রতিমন্ত্রী নিজামুদ্দিনের মুরব্বিদের দাওয়াত দিতে নিজেই সেখানে যাবেন। ইত্যাদি।

কিন্তু ইসলাম টাইমসের অনুসন্ধানে বিষয়গুলোকে ভিত্তিহীন বলেই প্রমাণিত হয়েছে। সাদপন্থী কয়েকটি প্রচারমাধ্যমে বারবার বলা হচ্ছে ধর্ম প্রতিমন্ত্রী খুব শীঘ্রই নিজামুদ্দিন যাবেন। বিষয়টি কতোটা সত্য জানতে চাইলে কারওয়ান বাজার আম্বর শাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি ভিত্তিহীন। মন্ত্রী মহোদয় নিজামুদ্দিন যাবেন না।’

তাহলে সাদপন্থীরা যে প্রচার করছে? তিনি তার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘মন্ত্রী মহোদয় কথার ছলে বলেছিলেন, দরকার হলে আমি নিজামুদ্দিন যাবো। তবুও আপনারা মিটমাট করে ফেলুন। এটা যে কোনো সিরিয়াস কথা না এবং কোনো সিদ্ধান্তও নয় তা উপস্থিত কারো না বোঝার কথা নয়।’

এই বিষয়ে ভিক্টোরিয়া পার্ক মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমানুল হক জানান, সাদপন্থীরা ধর্ম প্রতিমন্ত্রী নিজামুদ্দিন যাচ্ছেন প্রচার শুরু করলে তারা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তখন মন্ত্রী বলেন, আমি দেওবন্দ যাইনি। এখন নিজামুদ্দিন কেন যাবো? তাহলে তো বিষয়টি একপেশে হয়ে যাবে।

এর আগে ইসলাম টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুফতি কেফায়াতুল্লাহ আজহারী জানান, এবারের ইজতেমায় ভারত-পাকিস্তানের কোনো মুরব্বি ফায়সাল হবেন না মর্মে সিদ্ধান্ত হয়েছে। সুতরাং সাদপন্থীরা যে প্রচার করছে নিজামুদ্দিনের কাফেলা ইজতেমা পরিচালনা করবে তাও ভিত্তিহীন।

বাংলাদেশে সাদপন্থীদের প্রধান নেতা সৈয়দ ওয়াসিফুর রহমানের একটি অডিওতেও বলতে শোনা গেছে, এবারের ইজতেমায় আমি ও মাওলানা যোবায়ের সাহেব মিলে সিদ্ধান্ত নেবো। তবুও তারা প্রচার করছে এবারের ইজতেমা নিজামুদ্দিনের কাফেলার অধীনে পরিচালিত হবে।

তাবলিগ সংশ্লিষ্টরা মনে করছেন, কর্মীদের চাপ মোকাবেলা করতে এবং তাদেরকে উজ্জীবিত করতেই সাদপন্থী নেতারা ও তাদের প্রচার মাধ্যমগুলোতে এই অপপ্রচার চালাচ্ছে।

অন্যদিকে আজ (২৭ জানুয়ারি) সাদপন্থী একটি প্রচার মাধ্যমে নিউজ করা হয়েছে যে, সাদপন্থীদের নেতৃত্বে ইজতেমার মাঠে কাজ চলছে। অথচ মাওলানা আমানুল হকের কাছে বিষয়টি উত্থাপন করলে তিনি বলেন, ‘মাঠে টুকটাক কাজ চলছিলো কিন্তু সাদপন্থীদের আপত্তির কারণে তাও বন্ধ করে দিতে হয়েছে। এখন মাঠের কাজ সম্পূর্ণভাবে বন্ধ। আগামীতে পরামর্শের ভিত্তিতে আবারও তা চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, তারা অনেক ভিত্তিহীন কথা প্রচার করছে। এসব তারা কেন করছে আমরা জানি না। হয়তো তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। কিন্তু আল্লাহকে অবশ্যই ভয় করা উচিৎ মিথ্যা বলা ও প্রচার করার ক্ষেত্রে।’

সুত্রঃ
https://ahalanbroadcast.wordpress.com/2019/01/28/প্রতিমন্ত্রীর-নিজামুদ্দ/

Comments

Popular posts from this blog

মাওঃ সাদ সাহেবের বিতর্কিত ৬০টি বয়ানের অডিও - ১ম পর্ব

ওয়াসিফের জংগি এতাতিদের অপপ্রচারের জবাব। দ্রুত বাংলা ভাষাভাষির কাছে শেয়ার করি

মাওঃ সাদকে নিয়ে গঠনমূলক মন্তব্য করলেন- মুফতি ইলিয়াস হামিদী (দাঃবাঃ)