ওয়াসিফের জংগি এতাতিদের অপপ্রচারের জবাব। দ্রুত বাংলা ভাষাভাষির কাছে শেয়ার করি
কাকরাইল মসজিদ , ঢাকা। ইংরেজি: ১৫ ডিসেম্বর , ২০১৮ হিজরি: ৭ রবিউস সানী , ১৪৪০ “ মূল নয় , ভুল ধারার জামাত-এর মিথ্যা ঘোষণাপত্রের প্রতিবাদ ” সর্ব সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে , বাংলাদেশের সহজ-সরল , নিরীহ ধর্মপ্রাণ সাধারণ মুসলমান সম্প্রদায়কে তাবলীগের নামে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে কোরআন-সুন্নাহ , ইসলামী আখলাক ও আকীদা পরিপন্থী মতবাদ প্রতিষ্ঠায় শান্তি প্রিয় দেশবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি এবং দেশের শান্তি-শৃংখলা বিনষ্টে মুষ্টিমেয় ব্যক্তিবর্গ তৎপর আছে। যারা কক্সবাজার , নাটোর , ব্রাম্মনবাড়িয়া , চাঁদপুর , যশোহর সহ দেশের বিভিন্ন স্থানে মসজিদের মধ্যে ওলামায়ে কেরামগণকে লাঞ্ছিত ও রক্তাক্ত করেছে। অতঃপর ০১-১২-২০১৮ তারিখে রক্তাক্ত টঙ্গি বিশ ^ ইস্তেমা ময়দানে খুন , লুন্ঠন , সন্ত্রাস। তারই ধারাবাহিকতায় বিভ্রান্তকারী জামাতের অন্যতম মাওলানা মোশাররফ হোসেন বিগত ০৫-১১-২০১৮ তারিখে “ ঘোষণাপত্র/ সরকারী অফিস ” স্মারকে এক মিথ্যা ও বিভ্রান্তিকর পত্র প্রচার করেন। মুসলামান হিসাবে সে বিষয়ে সচেতন থাকা ও দেশবাসীকে সতর্ক করা প্রত্যেকের একান্ত ঈমানী দায়িত্ব ও কর্তব্য। বিশেষতঃ দেশ ও দুনিয়ার ...
Comments
Post a Comment