কোন জিলায় কি আছে পর্ব ১ ।।। ভার্চুয়াল ট্র্যাভেলীং টু ঢাকা আমার ঢাকা, প্রাণের ঢাকা, আমাদের ঢাকা। শতবর্ষী এই ঢাকার বুকে আজও টিকে আছে ইতিহাসের সাক্ষী হিসেবে শতবর্ষী অনেক পুরাকীর্তি যার বেশীরভাগই কিন্তু প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এর তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কিন্তু সময়ের পরিক্রমায় এবং নগরায়নের জোয়ারে এগুলোর খোঁজ আজ হারিয়ে যেতে বসেছে। আর তাই আহালান ব্রডকাস্ট চ্যানেলের এবারের আয়োজন ভার্চুয়াল ট্র্যাভেলীং টু ঢাকা । ঢাকা এবং ঢাকা শহরের আশেপাশের বেশকিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে ধারাভাস্য ও টেক্স থাকবে, যাতে করে আগত দিনে যে কেউ চাইলে এই ধারাভাস্য ও টেক্স হতে একসাথে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক স্থানের খোঁজ পেয়ে যেতে পারে সহজেই। আসুন শুরু করা যাক, যেহেতু আমার বাসবাস পুরাতন ঢাকায়, তাই পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী স্থান দিয়েই শুরু করি। সর্বপ্রথম প্রাচীন মসজিদ, খান মোহাম্মদ মৃধা মসজিদ। খান মোহাম্মদ মৃধা মসজিদঃ ধারণা করা হয়ে থাকে খান মোহাম্মদ মৃধা মসজিদ ১৭০৪ -১৭০৫ খ্রিষ্টাব্দে খান মোহাম্মদ মৃধা ভূমি থেকে ৫ মিটারের বেশী উঁচুতে প্রায় ৩৮ মিটার বাই ২৯ মিটার আয়তনের এ...
Comments
Post a Comment