কলেমার জামাত। ঈমান বিধ্বংসী এক সন্ত্রাসী সংগঠন -২ পর্ব এক সাথে





নবুওয়াতের মিথ্যা দাবীদার আব্দুল মজিদ রাঢ়ী৷
তৈরি করছে কালিমার জামাত নামে নতুন একটি দল৷
তাকে দ্রুত গ্রেফতার করে গণধোলাই দিয়ে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।


প্রকাশ পেয়েছে নবুওয়াতের আরেক মিথ্যা দাবীদার।

চ্যানেল২৪-এর অনুসন্ধানী রিপোর্ট “সার্চলাইট” এ গতকাল প্রচারিত হয়েছে এমন ভয়ঙ্কর তথ্য। শুধু নবুওয়াতের মিথ্যা দাবি নয়, নিজের ছেলেকে ঈসা আঃ দাবি করা এবং আকাশে এক খোদা জমিনে এক খোদা দুই খোদা দাবি করাসহ ইসলামী আকিদা বিশ্বাসে মারাত্মকভাবে আঘাত হানে এমন অসংখ্য বিভ্রান্তি ছড়াচ্ছে ওই মিথ্যুক। তার নাম প্রফেসর আব্দুল মজিদ রাঢ়ী। বাড়ি ভোলা চরফ্যাশন উপজেলার কুলসুমবাগে। সেখানে গড়ে তুলেছে সে বিশাল আস্তানা।


সে একটি দল তৈরি করেছে তার নাম কালেমার জামাত। তার কথায় ভক্তদের নিজেদের বউ তালাক দিতে হয়। সে দাবি করে তার কাছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া সকলেই আসেন। (নাউযুবিল্লাহ)


এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ মনে করেন, নবুয়তের মিথ্যা দাবীদার ওই ভন্ড কে এখনি গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা দরকার। কেননা, সে দিন দিন সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের মূল্যবান ঈমান কেড়ে নিচ্ছে।


October 13, 2018

https://zamzam24.com/feature/767/


#কলেমার_জামাত

#আব্দুল_মজিদ_রাঢ়ী

#Kalemar_Jamat

Comments

Popular posts from this blog

মাওঃ সাদ সাহেবের বিতর্কিত ৬০টি বয়ানের অডিও - ১ম পর্ব

ওয়াসিফের জংগি এতাতিদের অপপ্রচারের জবাব। দ্রুত বাংলা ভাষাভাষির কাছে শেয়ার করি

মাওঃ সাদকে নিয়ে গঠনমূলক মন্তব্য করলেন- মুফতি ইলিয়াস হামিদী (দাঃবাঃ)