তাবলীগের সংকটের মূল নায়াক- মাওলানা সা'দ ।।। মুফতি আমানুল হক সাহেব (দাঃবাঃ)

তাবলীগের সংকটের মূল নায়াক- মাওলানা সা'দ

দাওয়াত তাবলীগ আজ সংকটের মুখে' একমাত্র মাওলানা সা'দ সাহেবের জন্য এটা প্রকাশ করা ওলামা একেরামের দায়ী্ত্ব তাই বিভি্ন্ন ভাবে বয়ান ও নসিহতের মাধ্যমে আওয়ামুন্নাস যাতে তার ফেতনাহ থেকে বাঁচতে পাড়ে এর জন্য অক্লান্ত চেষ্ঠা করে যাচ্ছেন....... যাদের নাম সর্ব প্রথম আসে তাদের মধ্যে শুনাম ধন্য আলমে দ্বীন মুফতি আমানুল হক সাহেব (দাঃবাঃ) অন্যতম **************************** আমরা দোয়া করি আল্লাহ উন্নার হায়াতের মধ্যে বরকত দান করেন। উম্মত যাতে এ রকম হক্বানী আলেমে দ্বীনের কাছ থেকে ফায়দা ও উপকার পেতে থাকে।আমীন

Comments

Popular posts from this blog

মাওঃ সাদ সাহেবের বিতর্কিত ৬০টি বয়ানের অডিও - ১ম পর্ব

ওয়াসিফের জংগি এতাতিদের অপপ্রচারের জবাব। দ্রুত বাংলা ভাষাভাষির কাছে শেয়ার করি

মাওঃ সাদকে নিয়ে গঠনমূলক মন্তব্য করলেন- মুফতি ইলিয়াস হামিদী (দাঃবাঃ)