তাবলীগী ওরশে তাবলীগী পীরের আজিমুশ্বান এস্তেগবাল ।।। দাওয়াত তাবলীগের খবর
হযরত মাওলানা আঃ কাদের সাহেব (রহঃ) ছিলেন মদীনা মানোয়ারার জিম্মাদার। একবার তিনি দাদা ভাই (রহঃ) (ইঞ্জিনিয়ার হাজী মুকিত সাহেব (রহঃ) এর বড় ভাই) এর বাসায় মাস্তুরাতের ৬ মাসের জোড় চলছিল। (সন টা আমার মনে নাই) সেখানে হজরতজী ইউসুফ সাহেব রহঃ এর একটা কারগুজারী শুনালেন....
যে বছর ইউসুফ সাহেব (রহঃ) ইন্তেকাল করেন তার পূর্বে বাংলাদেশের ইজতেমায় তিনি আসলেন। এয়ারপোর্ট তখন ছির কুর্মিটোলায়। স্তেগবালের জামাতের সাথে আমিও ছিলাম।
এযারপোর্টের কর্মকর্তাগন জানতে চাইলেন
আপনি এত বড় মাপের আলিম, এ দেশে কেন এসেছেন???
তিনি আজিব জবাব দিলেন,
“এদেশ আলেম ওলামাদের দেশ আমি তাঁদের কাছে দ্বীন শিখার নিয়তে এসেছি।”
সবাই উনার জবাবে হতোবাক হয়ে গেলেন। আমি অনুভব করলাম উনার জবাব টা যেন দিলের অন্তস্থল থেকে আসলো।
আমার ভাই ও দোস্ত বুজুর্গ এই ছিল আকাবীরদের সিফাত। আজ তারই নাতি মানুষকে দিন শিখাচ্ছে ওলামাদের ক্ষেপিয়ে গলদ আক্বীদাহ নিয়ে। বড়ই দুঃখজনক ব্যাপার। আজ সারা দুনীয়ায় এনতেসার চলছে সুধু উনার মতাবাদের সাথে কোরআন হাদীসের সংঘষের কারনে। আল্লাহ আমাদের সবাইকে হক্বের সাথে থাকার তৌফিক দ্বান করেন।
যাদের অন্তর চোখে ছানি পড়েছে তাদের উচিৎ কামেল মাশায়েখের কাছে গিয়ে অন্তর চোখের ছানির অপারেশন করানো। যাতে এই সঙ্গীন সময়ে হক্কানীন ও রব্বানীন ওলামা মাশায়েখদের সরপরস্তি নিয়ে চলতে পারি।
Comments
Post a Comment