Posts
Showing posts from August, 2019
দাওয়াত তাবলীগ বর্তমান সংকট : কিছু জিজ্ঞাসা ও জবাব-১
- Get link
- X
- Other Apps
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক (মুযাকারা মজলিস-২) * আমি আলকাউসার রবিউল আউয়াল ১৪৪০ হিজরী সংখ্যায় আপনার মুন্সিগঞ্জের বয়ানটি পড়েছি। মাশাআল্লাহ পল্লবী জামে মসজিদের বয়ানের মত এটিও সহজ-সরল ও অনেক উপকারী হয়েছে। ** পুরো বয়ানটি পড়েছেন তো? * জী, পুরো বয়ানটি পড়েছি। রবিউল আউয়াল সংখ্যা ও রবিউস সানী সংখ্যা থেকে উভয় কিস্তি পড়েছি। রবিউস সানী সংখ্যা থেকে মুযাকারা মজলিসটি পড়েছি। আর জুমাদাল আখিরাহ সংখ্যা থেকে ‘সীরাতের আলোকে কাজের সংস্কার : দাবি ও স্বরূপ’ শিরোনামে মদীনা মুনাওয়ারার মজলিসটিও পড়েছি। আলহামদু লিল্লাহ, আমার কাছে অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে। তবে দু-একটি বিষয়ে যদি আরো জানতে পারতাম ভালো হত। ** বলুন। * একটা কথা কোনো কোনো এতাআতী ভাই বলে বেড়াচ্ছে যে, মাওলানা সা‘দ সাহেবের যেসব ভুল ধরা হচ্ছে সেগুলো তার বয়ানের ‘কাটপিস’ দ্বারা ধরা হচ্ছে, নতুবা তার বক্তব্যের আগ-পর যদি শোনা হয় তাহলে তার ভিন্ন অর্থ হয় এবং আপত্তি আর থাকে না। দলীল হিসেবে তারা পেশ করে সা‘দ সাহেবের ঐ কথাটা যে, ‘হেদায়েত আল্লাহর হাতে হলে, আল্লাহ নবী কেন পাঠিয়েছেন’। তারা বলে, এই কথার আগ-পর শুনলে নাকি আর আপত্তি থাকে না। ...
ওলামা হজরতদের সাথে বিশেষ মুজাকারা। হাফেঃ মাওঃ ক্বারী জুবায়ার সাহেব (দাঃবাঃ)
- Get link
- X
- Other Apps